# কর্মচারী ব্যবস্থাপনা (Staff Management)
এই ফিচারটির সাহায্যে এডমিন ইউজার প্রপার্টির সকল স্টাফের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে পারবেন খুব সহজে। একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে এই ফিচারের সাহায্যে সিস্টেমে স্টাফ অ্যাড করা হয় এবং স্টাফ ব্যবস্থাপনা সহজতর হয়। ফিচারটি ব্যবহার করতে নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে-
প্রথমত স্ক্রিনের বামপাশে ড্যাশবোর্ড থেকে ‘Staff Management’ এ ক্লিক করুন।
লাল দাগ চিহ্নিত ‘Staff User’ এ ক্লিক করুন।
ব্যবহারকারীর একাউন্ট যদি আগে থেকে খোলা থাকে তবে ‘Yes’ সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্যাদি বসিয়ে ‘Invite’ বাটনটিতে ক্লিক করলে উক্ত ব্যক্তির কাছে ইনভাইটেশন চলে যাবে।
আর যদি একাউন্ট না থাকে তবে ‘No’ সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্যাদি বসিয়ে ‘Invite’ বাটনটিতে ক্লিক করলে উক্ত ব্যক্তির কাছে ইনভাইটেশন চলে যাবে।
ইনভাইটেশন গ্রহন করে একাউন্ট সম্পন্ন হয়ে গেলে এভাবে সংরক্ষিত তথ্য এভাবে দেখা যাবে।
কোন তথ্য সংশোধন করতে লাল দাগ চিহ্নিত ‘Edit’ অপশনে ক্লিক করুন।
প্রয়োজনীয় তথ্য বসিয়ে ‘Update’ বাটনটিতে ক্লিক করলে আপনার সংশোধিত তথ্য সংরক্ষিত হবে।