# ঘোষণা (Announcement)
এই ফিচারের সাহায্যে প্রপার্টি ম্যানেজার বা এডমিন খুব সহযেই যে কোনো গুরুত্বপূর্ন ঘোষণা পোস্ট করতে পারবেন যা সকল বাসিন্দা বা ব্যবহারকারীর নিকট নোটিফিকেশন আকারে পৌছে যাবে। এই ফিচারটি ব্যবহারের জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে-
প্রথমত স্ক্রিনের বামপাশে ড্যাশবোর্ড থেকে ‘Announcement’ এ ক্লিক করুন।
লাল দাগ চিহ্নিত ‘Announcement’ এ ক্লিক করুন।
প্রয়োজনীয় তথ্যাদি বসিয়ে সেভ বাটনটিতে ক্লিক করলে এন্ট্রিটি সম্পন্ন হবে।
আপনার সংরক্ষিত তথ্য দেখতে লাল দাগ চিহ্নিত বাক্সে ক্লিক করুন।
ক্লিক করলেই আপনার সংরক্ষিত তথ্য এভাবে দেখা যাবে।
কোন তথ্য সংশোধন করতে লাল দাগ চিহ্নিত ‘Edit’ অপশনে ক্লিক করুন। সংশোধন হয়ে গেলে সেভ করুন। এতে আপনার সংশোধিত তথ্য পুনরায় সংরক্ষিত হবে।