# পার্কিং ম্যানেজমেন্ট (Parking Management)
পবাড়ি কিংবা অফিসে প্রতিনিয়তই বিভিন্ন গাড়ির আসা যাওয়া দেখে আমরা অভ্যস্ত। কিন্তু কোন সময়ে গাড়ি আসছে বা যাচ্ছে অথবা গাড়ি সঠিক স্পেস-এ পার্কিং হচ্ছে কিনা তার সুনির্দিষ্ট কোন হিসাব সাধারনত রাখা হয় না। পার্কিং ম্যানেজমেন্ট ফিচারের সাহায্যে আপনি ডেস্কটপ বা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে অফিস বা বাসায় আসা যানবাহনের খুব সহজ পরিচালনা করতে পারবেন। এমনকি এই ফিচার এর মাধ্যমে আপনি আপনার বাসিন্দাদের গাড়ির অবস্থানের ব্যাপারে এসএমএস বা ইমেইল প্রেরণ করে অবহিত করতে পারবেন।
প্রথমত স্ক্রিনের বামপাশে ড্যাশবোর্ড থেকে ‘পার্কিং ম্যানেজমেন্ট’ এ ক্লিক করুন।
লাল দাগ চিহ্নিত ‘নিউ স্পেস’ এ ক্লিক করুন।
অতঃপর পপ-আপ বক্সটিতে নির্দিষ্ট পার্কিং নম্বর, গাড়ির মালিকের নাম এবং ফোন নম্বর বসিয়ে সেভ চিহ্নিত বাটনটিতে ক্লিক করুন।
এবার সম্পন্ন হওয়া পার্কিং স্পেস এর জন্য ‘পার্কিং পাস’ ইস্যু করতে লাল দাগ চিহ্নিত বাটনটিতে ক্লিক করুন।
স্থায়ীভাবে স্পেস ক্রিয়েট করতে ‘Parmanent’ এবং অস্থায়ীভাবে করতে ‘Temporary’ সিলেক্ট করুন। প্রয়োজনীয় তথ্য যেমন লাইসেন্স প্লেট নম্বর, অবস্থানরত সময় ইত্যাদি বসিয়ে সেভ চিহ্নিত বাটনটিতে ক্লিক করুন।
পার্কিং এর সময় শেষ হয়ে গেলে কিংবা গাড়ি স্পেস থেকে বের হলে উক্ত এন্ট্রিটিতে প্রবেশ করে লাল দাগ চিহ্নিত ‘রিলিজ’ বাটনটিতে ক্লিক করলে স্পেসটি পুনরায় খালি হয়ে যাবে।
পার্কিং স্পেস এর যে কোন তথ্য সংশোধন করতে লাল দাগ চিহ্নিত ‘Edit’ বাটনটিতে ক্লিক করুন।
প্রয়োজনীয় তথ্যাদি বসিয়ে ‘সাবমিট’ বাটনটিতে ক্লিক করে সংশোধন সম্পন্ন করুন।
পার্কিং এর তথ্যাদি মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট হিসেবে ডাউনলোড করতে লাল দাগ চিহ্নিত ‘Export’ বাটনটিতে ক্লিক করুন।
প্রয়োজনীয় সেটিংস সিলেক্ট করে ‘Export’ বাটনে ক্লিক করলেই মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে।