# সরঞ্জাম ব্যবস্থাপনা (Equipment Maintenance)
এই ফিচারটির সাহায্যে প্রপার্টি ম্যানেজার বিল্ডিং এ ব্যবহৃত যেকোনো ধরনের সরঞ্জামের রক্ষণাবেক্ষণ খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন। ফিচারটি ব্যবহার করতে নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে-
প্রথমত স্ক্রিনের বামপাশে ড্যাশবোর্ড থেকে ‘Equipment Maintenance’ এ ক্লিক করুন।
লাল দাগ চিহ্নিত ‘Equipment এ ক্লিক করুন।
উপরোক্ত তথ্যের বাইরেও কোন তথ্য সংরক্ষনের প্রয়োজন হলে লাল দাগ চিহ্নিত ‘Add Additional Information’ এ ক্লিক করুন।
প্রয়োজনীয় তথ্যাদি বসিয়ে ‘সেভ’ বাটনটিতে ক্লিক করলে অতিরিক্ত তথ্য সহকারে আপনার যাবতীয় তথ্য সংরক্ষিত হয়ে যাবে।
আপনার সংরক্ষিত তথ্য দেখতে লাল দাগ চিহ্নিত বাক্সে ক্লিক করুন।
ক্লিক করলেই আপনার সংরক্ষিত তথ্য এভাবে দেখা যাবে।
কোন তথ্য সংশোধন করতে লাল দাগ চিহ্নিত ‘Edit’ অপশনে ক্লিক করুন।
সংশোধিত তথ্য বসানো হয়ে গেলে ‘Update’ বাটনে ক্লিক করলে এন্ট্রিগুলো পরিবর্তন হবে।
আপনার প্রয়োজনীয় তথ্য এক্সেল ফাইল আকারে ডাউনলোড বা প্রিন্ট করতে ‘Export’ বাটনে ক্লিক করুন।
প্রয়োজনীয় সেটিংস সিলেক্ট করে ‘Export’ বাটনে ক্লিক করলেই মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে।