# ইনকাম এন্ড এক্সপেন্সেস

এই ফিচারটি আয় ও ব্যয়ের হিসাব রাখা বা তালিকা সংরক্ষনের জন্য। আপনার প্রপার্টি থেকে উদ্ধৃত আয় এবং প্রপার্টি সংক্রান্ত ব্যয়ের হিসাব রাখতে এটি অত্যন্ত সহায়ক একটি ফিচার।

# অ্যাড ইনকাম

এই মডিউলটির সাহায্যে ইনকাম তথা প্রপার্টি থেকে উদ্দ্রিত আয়সমুহকে তালিকাভুক্ত করা হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরন করতে হবে-

# প্রথম ধাপ

প্রথমে ফিচারটি ওপেন করলে ইনকাম লিস্টটি দেখা যাবে। এবার ছবিতে চিহ্নিত বাটনটিতে ক্লিক করতে হবে।

An image

# দ্বিতীয় ধাপ

এবার প্রয়োজনীয় তথ্য পূরন করতে হবে এবং কোনো নোট থাকলে তা উল্লেখ করতে হবে। এরপর ছবিতে চিহ্নিত ‘সেভ’ বাটনটি ক্লিক করলেই ইনকামটি বা আয়ের তথ্যটি তালিকাভুক্ত হবে।

An image

# তৃতীয় ধাপ

তালিকা থেকে অ্যাড করা ইনকাম তথ্যটির উপর ক্লিক করলেই নিচে দেখানো ডিটেইলস উইন্ডোটি ওপেন হবে এবং কোনো তথ্য এডিট বা পরিবর্তিনের জন্য চিহ্নিত ‘এডীট’ বাটনটি ক্লিক করতে হবে এবং পরিবর্তন করে পুনরায় সেভ করতে হবে।

An image

# এক্সপোর্ট

এক্সপোর্ট মডিউলটি মূলত সংরক্ষিত তথ্য ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়। এটি ব্যবহারের জন্য নিচে উল্লেখিত ধাপ্সমূহ অনুসরন করতে হবে-

# প্রথম ধাপ

ডোকুমেন্ট এক্সপোর্ট করার জন্য প্রথমে ছবিতে চিহ্নিত ‘এক্সপোর্ট’ বাটনটি ক্লিক করতে হবে।

An image

# দ্বিতীয় ধাপ

এবার ওপেন হওয়া উইন্ডোতে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে ছবিতে চিহ্নিত ‘এক্সপোর্ট’ বাটনটি ক্লিক করতে হবে , তাহলেই ফাইলটি ডাউনলোড হবে।

An image

# অ্যাড এক্সপেন্স

এই মডিউলটি প্রপার্টী সংক্রান্ত যেকোনো ব্যয়ের হিসেব রাখা বা তলিকাকরনে খুবই সহায়ক। এই মডিউলটি ব্যবহারের জন্য মূলত উপরে দেখানো একই ব্যবস্থাটি অনুসরন করতে হবে। কেবল প্রথমে ফিচারটি ওপেন করে নিচের ছবিতে দেখানো উইন্ডো থেকে প্রথমে ‘এক্সপেন্স লিস্ট’ সিলেক্ট করে লাল চিহ্নিত ‘আড এক্সপেন্স’ বাটনটিতে ক্লিক করে পূর্বের ন্যায় তথ্য সংযোজন, পরিবর্তন ও অন্যান্য কাজগুলো করতে পারবেন।

An image

An image

An image