# ভিজিটর লগ

প্রত্যেক বাড়িতে, অফিসে বা যেকোনো প্রতিষ্ঠানে সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সময়ে এই বিষয়টিকে মাথায় রেখে নানান ব্যবস্থাপনা গ্রহন করে থাকি আমরা। ভিজিটর লগ মডিউলটি সিকিউরিটি ব্যবস্থাপনায় একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা আপনার ডেস্কটপ বা মোবাইল অ্যাপলিকেশন থেকেই সকল আগত ব্যক্তির (ভিজিটর) তথ্য ছবিসহ সংরক্ষনের মাধ্যমে এবং তা উক্ত ব্যক্তি যেই ইউনিট বা ব্যক্তির কাছে এসেছেন তাকে অবহিত করার ব্যবস্থা করে। ফলে শতভাগ সিকিউরিটি নিশ্চিত করা সম্ভব হয়।

An image

রেসিডেন্ট ইউজার তার সিস্টেম থেকে বাড়িতে আসা সকল ভিজিটরের তথ্য দেখতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-

# প্রথম ধাপঃ আপনার বাসায় আসা ভিজিটরদের তালিকা ভিজিটর লগ অপশনটি অন করার পর নিচের ছবির মতন প্রদর্শিত হবে। এখানে চিহ্নিত সার্চ বাটনের সাহায্যে নির্দিষ্ট ভিজিটরের তথ্যও দেখা যাবে।

An image

# দ্বিতীয় ধাপঃ নিচের ছবিতে চিহ্নিত ফিল্টার বাটনের সাহায্যে তারিখ ও বিভিন্ন ভিত্তিতে তথ্য ফিল্টারিং করতে পারবেন রেসিডেন্ট ইউজার।

An image

# তৃতীয় ধাপঃ ফিল্টার বাটনে ক্লিক করে তারিখ সিলেক্ট করে চিহ্নিত অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে।

An image

# চতুর্থ ধাপঃ নির্দিষ্ট দিনসমূহের ভিজিটরের তথ্য দেখতে তারিখগুলো নিচের ছবির মত সিলেক্ট করে ফিল্টার করলেই ওই নির্দিষ্ট দিনগুলোর তথ্য পাওয়া যাবে।

An image

# পঞ্চম ধাপঃ আর্কাইভ লিস্ট অপশনটিতেও একই ভাবে তথ্য নিচের ছবিগুলোর মতন খেজে বের করা বা ফিল্টারিং এর ব্যবস্থা রয়েছে।

An image

An image

An image