# কমিউনিটি ইভেন্ট

এই ফিচারের সাহায্যে বাসিন্দাগণ যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের তথ্য সোস্যাল কমিউনিকেশন সাইটের মত ইভেন্ট আকারে পোস্ট করতে পারবেন এবং অন্যান্য বাসিন্দাদের দাওয়াত দেওয়া ও তথ্য জানাতে এই ফিচারটি সহায়ক ভূমিকা পালন করবে। এই ফিচারটি ব্যবহারের জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে-

প্রথমত স্ক্রিনের বামপাশে কমিউনিটি থেকে ‘Community Events’ এ ক্লিক করুন।

An image

লাল দাগ চিহ্নিত ‘Create Event’’ এ ক্লিক করুন।

An image

প্রয়োজনীয় তথ্যাদি বসিয়ে সেভ বাটনটিতে ক্লিক করলে এন্ট্রিটি সম্পন্ন হবে।

An image

আপনার সংরক্ষিত তথ্য দেখতে লাল দাগ চিহ্নিত বাক্সে ক্লিক করুন।

An image

ক্লিক করলেই আপনার সংরক্ষিত তথ্য এভাবে দেখা যাবে।

An image