# কমিউনিটি ইভেন্ট
এই ফিচারের সাহায্যে বাসিন্দাগণ যেকোনো অনুষ্ঠান বা আয়োজনের তথ্য সোস্যাল কমিউনিকেশন সাইটের মত ইভেন্ট আকারে পোস্ট করতে পারবেন এবং অন্যান্য বাসিন্দাদের দাওয়াত দেওয়া ও তথ্য জানাতে এই ফিচারটি সহায়ক ভূমিকা পালন করবে। এই ফিচারটি ব্যবহারের জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে-
প্রথমত স্ক্রিনের বামপাশে কমিউনিটি থেকে ‘Community Events’ এ ক্লিক করুন।
লাল দাগ চিহ্নিত ‘Create Event’’ এ ক্লিক করুন।
প্রয়োজনীয় তথ্যাদি বসিয়ে সেভ বাটনটিতে ক্লিক করলে এন্ট্রিটি সম্পন্ন হবে।
আপনার সংরক্ষিত তথ্য দেখতে লাল দাগ চিহ্নিত বাক্সে ক্লিক করুন।
ক্লিক করলেই আপনার সংরক্ষিত তথ্য এভাবে দেখা যাবে।