# পেমেন্ট সেন্টার

এই ফিচারটি প্রপ্রার্টি মালিক বা রেসিডেন্টের জন্য অত্যন্ত গুরুতবপূর্ণ এবং উপকারী। কেননা এই ফিচারটির সাহায্যে মালিক বা ক্তৃপক্ষ খুব সহজেই রেসিডেন্টদের থেকে প্রাপ্য যেকোনো পেমেন্ট ডিটেইলস সহকারে অ্যাড করতে পারবেন কোনো লেখালেখি বা হিসেবের ঝামেলা ছাড়াই এবং তা রেসিডেন্টকে পুশ নোটিফিকেশনের সাহায্যে খুব সহজেই জানিয়ে দিতে পারবেন। শুধু তাই নয়, এই ফিচারের সাহায্যে যে কোনো কিস্তি বা ইন্সটলমেন্টের হিসেব তৈরী ও সংরক্ষনসহ দেনাদারের কাছে নোটিফিকেশনও প্রেরণ করতে পারবেন। এমনকি এই ফিচারের সাহায্যে প্রতিটি পেমেন্টের ইনভয়েস বা বিল তৈরী করা এবং প্রেরণ ও করা যাবে সফটওয়্যারের সাহায্যে যা রেসিডেন্ট খুব সহজেই পেয়ে যাবেন।

An image

রেসিডেন্ট ইউজার ইনভয়েস দেখতে ও তা ডাউনলোড বা পেমেন্টটি দেওয়ার জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করবেন-

উপরের ছবিতে দেখানো ‘পেমেন্ট সেন্টার’ বাটনে ক্লিক করলে প্রাপ্ত ইনভয়েস সমূহ দেখা যাবে। এবার ফিল্টার করে নির্দিষ্ট তথ্য খুজে পেতে নিচের ছবিতে চিহ্নিত ‘ফিল্টার’ বাটনে ক্লিক করতে হবে।

An image

এবার ফিল্টারিং এর জন্য প্রয়োজনীয় তথ্যাদি ছবিতে দেখানো বক্সে ইনপুট দিয়ে ‘অ্যাপ্লাই’ বাটনটিতে ক্লিক করতে হবে।

An image

আর তথ্য ডাউনলোড করে নিতে ‘এক্সপোর্ট’ নামক অপশনটি ব্যবহৃত হয়। এজন্য ‘এক্সপোর্ট’ বাটনে ক্লিক করুন

An image

এবার ওপেন হওয়া উইন্ডোতে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে ছবিতে চিহ্নিত ‘এক্সপোর্ট’ বাটনে ক্লিক করা হলেই ফাইলটি ডাউনলোড হবে।

An image

# বিকাশের মাধ্যমে পেমেন্ট

যখনই প্রপার্টি ম্যানেজার বা মালিক রেসিডেন্ট বা ব্যবহারকারীর জন্য কোনো পেমেন্ট জেনারেট বা তৈরী করে দিবেন, তার ইনভয়েসটি একটি ইমেইলের মাধ্যমে রেসিডেন্ট বা ব্যবহারকারী পেয়ে যাবেন। এবার ব্যবহারকারী তথা রেসিডেন্ট ইনভয়েসটির বিপরীতে পেমেন্টটি করার জন্য নিচের ছবিতে চিহ্নিত ‘পে ইনভয়েস’ বাটনটিতে ক্লিক করবেন-

An image

‘পে ইনভয়েস’ বাটনে ক্লিক করলে লগিন পোর্টাল ওপেন হবে। এবার আপনার পাসওয়ার্ডটি প্রবেশ করিয়ে লগ ইন করুন।

An image

লগ ইন করার পর দু’টি পন্থায় আপনি চাইলে ইনভয়েস ডিটেইলসটি ওপেন করতে পারেন। প্রথমত পেমেন্ট সেন্টারে প্রবেশ করে। আর দ্বিতীয় উপায়টি হলো নটিফিকেশন বার থেকে সরারসরি প্রবেশ করা।

An image

পেমেন্ট সেন্টারের মাধ্যমে প্রবেশ করলে ইনভয়েস তালিকায়, প্রাপ্ত ইনভয়েসটি দেখা যাবে এবং ইনভয়েসটির উপর ক্লিক করলেই ইনভয়েস ডিটেইলস উইন্ডোটি ওপেন হবে।

An image

নোটিফিকেশন বার থেকে ইনভয়েস ডিটেইলসে কেবল মাত্র নোটিফিকেশোনটিতে ক্লিক করেই সরাসরি প্রবেশ করা যাবে। নোটিফিকেশন ডিটেইলস উইন্ডোটি ওপেন হলে নিচের ছবিতে চিহ্নিত ‘পে’ বাটনে ক্লিক করতে হবে। এই উইন্ডোটিতে ইনভয়েসটির সকল তথ্যই প্রদর্শিত হবে।

An image

‘পে’ বাটনে ক্লিক করলে লিচের ছবিতে দেখানো পেমেন্ট গেটওয়ের উইন্ডোটি ওপেন হবে।এইখানে কাংখিত পেমেন্ট গেটওয়েটি সিলেক্ট করে, এবার ঠিকানা, শহর, পোস্টাল কোড ইত্যাদি প্রয়োজনীয় তথ্য পূরণ করে এবং চিহ্নিত ‘পে নাও’ বাটনে ক্লিক করতে হবে।

An image

এবার ওপেন হওয়া উইন্ডোতে, ছবিতে চিহ্নিত স্থানে, যে নম্বর থেকে পেমেন্টটি করা হচ্ছে সেই নম্বরটি এবং ট্রান্সেকশন আইডি প্রবেশ করিয়ে নিচে থাকা ‘পে নাও’ বাটনটি ক্লিক করার মধ্য দিয়ে পেমেন্টটি সম্পন্ন হবে।

An image

এবার পেমেন্টটি কমপ্লিট হলে, নিচের ছবিগুলোর ন্যায় স্ট্যাটাসে এবং ডিটেইলসে পেইড দেখা যাবে।

An image

An image