# ম্যাসেজ বা বার্তা
এই ফিচারটি একটি প্রপার্টির অভ্যন্তরীন আন্তঃযোগাযোগ ব্যবস্থার জন্য সহায়ক। এর মাধ্যমে রেসিডেন্ট বা বাসিন্দাগন নিজেদের মধ্যে খুব সহজেই ব্যক্তিগত বা সাম্যক যোগাযোগ করতে পারেন এবং এটি ব্যবহারও অত্যন্ত সহজ।
এই ফিচারটি ব্যবহারের জন্য নিচে উল্লেখিত নির্দেশনা অনুসরন করুন-
ব্যবহারকারী যেকোনো রেসিডেন্টকে বার্তা বা ম্যাসেজ পাঠাতে, প্রথমেই নিচের ছবিতে প্রদর্শিত ‘কম্পোজ’ বাটনটি ক্লিক করবেন।
উক্ত বাটনে ক্লিক করলে নিচে প্রদর্শিত উইন্ডোটি ওপেন হবে। এবার মার্ক করা অংশে ক্লিক করতে হবে, যে ব্যক্তি বা ব্যবহারকারীকে ম্যাসেজটি পাঠাতে চান, তা সিলেক্ট করতে।
এবার তালিকা থেকে যে ইউজারকে ম্যাসেজ পাঠাতে চান তাকে সিলেক্ট করবেন।
ব্যবহারকারী যদি কোনো গ্রুপ ম্যাসেজ অর্থাৎ কোনো গোষ্ঠী বা একাধিক রেসিডেন্টকে ম্যাসেজ পাঠাতে চাস্ন, তাহলে নিচের ছবিতে প্রদর্শিত বক্সে ক্লিক করবেন।
এবার তালিকা থেকে যে গোষ্ঠী বা গ্রুপে ম্যসেজটি পাঠাতে চান সেই গ্রুপটি সিলেক্ট করবেন।
রেসিপেন্ট অর্থাৎ প্রাপক সিলেক্ট করা হয়ে গেলে, সাব্জেক্ট উল্লেখ করে ‘টেক্সট’ বক্সে বার্তা বা ম্যাসেজটি লিখে নিচের ছবিতে চিহ্নিত ‘সেন্ড’ বাটনটি ক্লিক করলেই নির্দিষ্ট প্রাপকের নিকট ম্যাসেজ বা বার্তাটি পৌছে যাবে।
এবং প্রেরিত ম্যাসেজটি প্রাপকের ইনবক্স এবং প্রেরকের সেন্টবক্সে প্রদর্শিত হবে।